শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা

মায়ের মামলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুতে তার মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগ চবি শাখার সভাপতি আলমগীর টিপুসহ সংগঠনটির আট নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন— চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম চৌধুরী, বর্তমান প্রচার সম্পাদক রাশেদুল আলম জিসান, ছাত্রলীগ কর্মী আবু তোরাব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফল হক অপু, মোহাম্মদ আরমানসহ অজ্ঞাতনামা ৮-১০জন। দিয়াজের বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, আদালত সরাসরি মামলা গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। ৩০ দিনের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

গতকাল বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিয়াজের মা পুত্র হত্যার সুষ্ঠু বিচার ও তদন্তের স্বার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ খবর