শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
সোনা আত্মসাৎ

কাস্টম পরিদর্শকের ১০ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

বিমানবন্দর গুদামের বিপুল পরিমাণ সোনা আত্মসাতের মামলায় ঢাকা কাস্টম পরিদর্শক মজিবুর রহমান সরকারকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৪ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাস্টমসের এক সহকারী কমিশনারসহ তিনজনকে খালাস দিয়েছেন বিচারক।

গতকাল ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান, ‘খালাস পাওয়া ব্যক্তিরা হলেন কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন রিপন, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফয়সাল চৌধুরী জীবন ও ইসমাইল হোসেন। এর মধ্যে ইসমাইল হোসেন শুরু থেকেই পলাতক।

সর্বশেষ খবর