রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘মিয়ানমারের নির্যাতন বিশ্ব বিবেককে অবাক করেছে’

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সরকার যেভাবে গণহত্যা শুরু করেছে তা রীতিমতো বিশ্ব বিবেককে অবাক করেছে। অসহায় রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে মানুষ পোড়ানো মানবতাবিরোধীর নিকৃষ্ট উদাহরণ। নারী-পুরুষ, শিশুরা আজ মানবেতর জীবন-যাপন করছে। চর্তুদশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুলল্লাহি আলাইহি’র ৯৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর বিএমএ অডিটরিয়ামে ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদ আয়োজিত কনফারেন্সে বক্তারা একথা বলেন। উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক ও মাওলানা মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দীনের  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা  মুহাম্মদ জালাল উদ্দীন আলকাদেরী ও মুফতি ওবায়দুল হক নঈমী। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

সর্বশেষ খবর