রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামপাল এখন আন্তর্জাতিক ইস্যু

—আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভারত যে কোম্পানিকে সুন্দরবনের ২৬ কিলোমিটার সীমানার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়নি, সেখানে বাংলাদেশে মাত্র ১৪ কিলোমিটার সীমানার মধ্যে ‘এনটিপিসি’কে তাদের অকেজো যন্ত্রপাতি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয় আর রামপাল ইস্যু এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আ স ম রব আরও বলেন, ‘জাতিসংঘ, ইউনেসকো, বিশ্বব্যাংকসহ বিশ্বের ১৫০টিরও অধিক আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্প বন্ধের আবেদন জানিয়েছে। ভারতের পরিবেশবাদীরাও এ প্রকল্প বন্ধের জন্য তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানিয়েছেন। আমরাও সুন্দরবন বাঁচাতে আমাদের নির্দলীয় দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিদ, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্য নেতা ফজলুল হক সরকার, কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, নাগরিক ঐক্য নেতা শহীদুল্লাহ কায়সার, ন্যাপ মহাসচিব নেয়াজ আহম্মদ খান প্রমুখ।

সর্বশেষ খবর