রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভেজালমুক্ত খাবার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বিষ ও ভেজালমুক্ত খাবার দাবিতে মানববন্ধন করেছে গ্রিন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল সকালে শাহবাগের গণগ্রন্থাগারের সামনে ‘বিষ ও ভেজালমুক্ত খাবার চাই’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রিন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি লায়ন মো. জুনাব আলীর সভাপতিত্বে মানববন্ধনে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আবদুল হামিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।মানববন্ধনে জুনাব আলী বলেন, ‘সুস্থ মানুষ দেশের সম্পদ। জীবনকে স্বচ্ছন্দময় করে তুলতে সুস্বাস্থ্যের বিকল্প নেই। তবে দুঃখজনক হলেও সত্য, দেশের খাদ্যবাজার বিষ ও ভেজালে সয়লাব। প্রতিনিয়ত এ ধরনের খাবার গ্রহণের ফলে জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ভেজালমুক্ত খাবারের জন্য আন্দোলন করতে হয়, এটি খুবই দুর্ভাগ্যজনক। তাই মানববন্ধন থেকে আমরা বিষ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

সর্বশেষ খবর