সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আক্কাস হত্যা মামলা

২৩ বছর পর রায়ে সব আসামি খালাস

প্রতিদিন ডেস্ক

সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে ২৩ বছর আগের আক্কাস উদ্দিন হত?্যা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে আদালত। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল এ আদেশ দেন। খবর : বিডিনিউজ। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পিপি অজয় বোস জানান, এ দিন যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারিত ছিল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করে। আদালত বলেছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হলো। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ মামলার বিচার শেষ করতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। ওই সময়ের মধ্যেই বিচার শেষ করে রায় দিল চট্টগ্রামের আদালত। মামলায় খালাস পাওয়া আট আসামি হলেন গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, মেম্বার আশরাফ উদ্দিন, মেম্বার মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক। এদের মধ্যে শফিকুলসহ প্রথম তিনজন বিচার চলা অবস্থায় মারা গেছেন। আশরাফ উদ্দিন ও মোমিনুল হক ফেরদৌস জামিনে আছেন। পলাতক আছেন মো. সিদ্দিক ও সাফিউল হক। কেবল চৌকিদার ফয়েজ এখনো কারাগারে রয়েছেন। চলতি বছরের ১১ মে তিনি গ্রেফতার হন। উল্লেখ্য, ১৯৯৩ সালের ৪ আগস্ট চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আক্কাস উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর