সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আল্লামা জালাল উদ্দিন কাদেরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ও এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী আর নেই।  শনিবার রাত ১০ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। গতকাল ঢাকায় পৃথক স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান ও বাদ আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামে পটিয়া উপজেলার চরকানাই গ্রামে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী, গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি পেয়ার মোহাম্মদ, আঞ্জুুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট   মোহাম্মদ মহসিন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর,  ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর