সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই এ অভিযান পরিচালনা করে। এপিবিএন-৫-এর অপস অফিসার এএসপি সাইদুর রহমান জানান, নিউমার্কেট এলিফ্যান্ট রোডে আমতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নোংরা পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য তৈরি করায় ব্যবস্থাপক সুমনকে ৩০ হাজার টাকা, ধানমন্ডি বীরউত্তম এম এ রব সড়কের রসুই বাংলা খাবারের আয়োজন-এর ব্যবস্থাপক রোস্তম আলীকে একই অপরাধে ২০ হাজার টাকা, জিগাতলায় মুসলিম সুইটস অ্যান্ড বেকারি খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ব্যবস্থাপক দুলালকে ১০ হাজার টাকা এবং আল এরাবিয়ান কেক অ্যান্ড সুইটসের ব্যবস্থাপক আছাদ মিয়াকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রিনা বেগম। এ ছাড়া রামপুরা ডিআইটি রোডে ‘টপ টেন-১’ বিএসটিআই ছাড়পত্র ব্যতীত কাপড় বিক্রি করায় ব্যবস্থাপক মাহমুদ মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।

সর্বশেষ খবর