সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা  জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ১২ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। নাক-কান ও গলা বিভাগে কর্মরত চিকিৎসকদের কল্যাণে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা মানসম্মত জীবন যাপন করতে পারছে। সার্ক ইএনটি কংগ্রেস নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকরা বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে চিকিৎসা সেবাকে দরিদ্র জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হবেন বলেও স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দশম সার্ক ইএনটি কংগ্রেস ২০১৬ উপলক্ষে চিকিৎসাবিদ্যায় নাক, কান ও  গলা বিভাগের বিশেষজ্ঞদের অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের প্রফেসর ডা. অরুন কুমার আগরওয়াল, শ্রীলংকার ডিএসসি পেরেইরা এবং প্রফেসর ডা. এ এইচ এম জহুরুল হক। পরে ইএনটি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসককে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ খবর