সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩ ডিসেম্বরের মধ্যে ওয়েজ বোর্ড গঠন অন্যথায় আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

আসছে ৩ ডিসেম্বরের মধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন ও অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবির যৌক্তিকতা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই দেশের সব পেশাদার গণমাধ্যম কর্মীর রুটি-রুজির এ দাবি পূরণে সরকার অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে। অন্যথায় সাংবাদিক সমাজের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়েজবোর্ডের দাবিতে বিএফইউজে এবং ডিইউজে অনেক দিন ধরেই নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। এ ছাড়া সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে পেশাগত সাংবাদিকদের ইউনিয়নগুলোর নিজ নিজ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে দুই দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তথ্য সচিব মরতুজা আহমদের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ খবর