মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বৈদেশিক লেনদেনে অনুমতি লাগবে বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক লেনদেন করতে অনুমতি নিতে হবে বাংলাদেশ ব্যাংকের। ব্যাংকগুলোকে বিদেশি মুদ্রার বহিঃপ্রবাহ ও আন্তঃপ্রবাহের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, রেমিট্যান্স আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের তথ্য তাত্ক্ষণিকভাবে অনলাইন আইডিতে পুরো তথ্য সংবলিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা মেনে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে সব তথ্যের হার্ডকপি রেমিট্যান্স মনিটরিং বিভাগে জমা দিতে হবে। রেমিট্যান্স লেনদেনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইন্টারন্যাশনাল মানি কার্ড মনিটরিং সিস্টেমে রিপোর্ট দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর