মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকার গণশৌচাগারের তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে কতগুলো গণশৌচাগার রয়েছে— তার তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের তালিকা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আদেশের বিষয়টি জানিয়ে তিনি বলেন, আদালত এ বিষয়ে রুলও জারি করেছে। রুলে নগরবাসীর জন্য পর্যাপ্তসংখ্যক গণশৌচাগারের ব্যবস্থা নিশ্চিত না করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, রাজউকের চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের মেয়র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর