মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আরও ১৩ মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কয়েকটি থানায় করা ১৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। গতকাল হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ থেকে তিনি ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে তিনি সাত মামলায় এবং বিচারপতি এ কে এম আবদুল হাকিম এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ছয় মামলায় জামিন নেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ ও মো. হারুনুর রশিদ।

 

এর আগে ২৭ নভেম্বর বিএনপি নেতা সোহেল আট মামলায় জামিন পান। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা করে পুলিশ। শতাধিক মামলার আসামি সোহেল দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ৯ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর