মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জে ৭ খুন

আরও ৬ আসামির পক্ষে যুক্তিতর্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় আরও ৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এর ফলে ৩৫ আসামির মধ্যে ২৮ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো। আজ যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য আছে। এদিকে, তারেক সাঈদের আইনজীবী অ্যাডভোকেট সুলতান উজ জামান বলেন, সাক্ষীরা তারেক সাঈদের নাম বলেনি। ম্যাজিস্ট্রেটের কাছে তারেক সাঈদ ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছে তাতে নিজেকে জড়িয়ে কিছু বলেনি। এজন্য তারেক সাঈদের জবানবন্দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা যাবে না। এছাড়া তারেক সাঈদের সঙ্গে যারা আসামি হয়েছে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিরপেক্ষ কোনো সাক্ষী দিয়ে প্রমাণ করা হয়নি। সকালে শুরুতেই র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক তারেক সাঈদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সুলতান উজ জামান যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। রবিবার তারেক সাঈদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলেও শেষ না হওয়ায় গতকাল তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এরপর তারেক সাঈদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার অপর আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন। গতকাল আরও ৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরা হলেন—হাবিলদার এমদাদুল হক, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল শিহাব উদ্দিন, হাবিলদার নাসির উদ্দিন ও এসআই পুর্ণেন্দু বালা। আসামি হাবিলদার এমদাদুল হক, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল শিহাব উদ্দিন এবং হাবিলদার নাসির উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান যুক্তি তুলে ধরে বলেন, আসামিদের মারধর করে এবং ক্রসফায়ারের হমকি দিয়ে জবানবন্দি আদায় করা হয়েছে। এ ছাড়া স্বীকারোক্তির কোথাও তারা স্বীকার করেনি, অপহরণ, হত্যা এবং লাশ গুমের সঙ্গে জড়িত ছিল। যে ২১ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে তাতে তাদের নাম নেই। আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, আদালত আগামীকাল (আজ) আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর