মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ বাণিজ্য সামিট ৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

‘টেকসই বাণিজ্য : অগ্রগতির পথে’ এ স্লোগান সামনে রেখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা হয়েছে। ৫ ডিসেম্বর কুয়ালালামপুরের রয়েল চুলেনে অনুষ্ঠেয় এ আয়োজনে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে সরকারি-বেসরকারি পর্যায়ের সবার অংশগ্রহণের সুযোগ থাকছে। মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উদ্যোগে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) যৌথভাবে আয়োজন করছে। এর সহযোগিতায় থাকবে বেজা, বেপজা, পিপিপিএবি, এফবিসিসিআই ও ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশন। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানান বিএমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পাঁচ বছরে বাংলাদেশে মালয়েশিয়ার অন্তত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। আগামীতে এর পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে আরও উপস্থিত ছিলেন বিএমসিসিআইয়ের সভাপতি মো. আলমগীর জলিল, সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর