মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রেজিস্ট্রেশন ছাড়াই মেডিকেল ডিভাইস বিক্রির সুবিধা দাবি

নিজস্ব প্রতিবেদক

রেজিস্ট্রেশন ছাড়াই মেডিকেল ডিভাইস ও সার্জিক্যাল দ্রব্যের আমদানি, বিক্রি ও ব্যবসার সুবিধা দাবি করেছে বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস ও হসপিটাল মেডিকেল। তাদের মতে, ডিভাইস ও সার্জিক্যাল দ্রব্য ওষুধ নয় এবং ২০১৫-১৮ আমদানিনীতিতে তা আমদানিযোগ্য।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ দাবি তুলে ধরেন সংগঠনের ঢাকা জেলা সভাপতি মো. জাভেদ আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মেডিকেল ডিভাইসেস গাইডলাইন, ২০১৫-এর অন্তর্ভুক্ত মেডিকেল সার্জিক্যাল পণ্য আমদানিকারক ও বিক্রেতারা ওষুধ প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদফতর প্রায় ৪ হাজার মেডিকেল ডিভাইসেসের নাম উল্লেখ করে একটি রেজিস্ট্রেশন গাইডলাইন প্রস্তাব করেছে, যা ড্রাগ অ্যাক্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জহির উদ্দিন, ঢাকা জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহসভাপতি আবুল হোসেন, কার্যকরী সদস্য মো. ইলিয়াস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর