মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশকে এগিয়ে নিতে হলে চার নীতির উপর দাঁড়াতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সংবিধানে চার নীতি প্রবর্তন করেছে। দেশকে এগিয়ে নিতে হলে এই চার নীতির উপর দাঁড়াতে হবে। নইলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে।

মন্ত্রী গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) প্রতিষ্ঠাতা কমরেড মোহাম্মদ তোয়াহার ২৯তম স্মরণ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের মাঝেও আমরা জঙ্গি দমনের যুদ্ধের ভিতরে আছি। এর মধ্যদিয়েই গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতাকে রক্ষা করছি। শান্তি নিশ্চিত করছি। তথ্যমন্ত্রী সদ্য প্রয়াত কিউবার মহান নেতা ফিদেল কাস্ত্রো সম্পর্কে বলেন, তিনি ছিলেন আমাদের প্রেরণা। কিভাবে নীতি ও প্রেরণার মধ্যদিয়ে এগিয়ে যেতে হয় তা তিনি দেখিয়েছেন। আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি তার দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাইরের কোনো দেশের পরামর্শ ও হুমকি তিনি আমলে নেননি। আজকের এ পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নানা হুমকি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, কমরেড তোয়াহা বিপ্লবের জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন। তাই আজও তিনি চির অম্লান হয়ে আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর