মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারীর উন্নয়নে বৈশ্বিক তহবিল করুন : চুমকি

প্রতিদিন ডেস্ক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নারীর উন্নয়নে বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নারী ও যুবকদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। নারী বৈশ্বিক জনসংখ্যার অর্ধেক, তাকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিমন্ত্রী গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবিতে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বৈদেশিক সহযোগিতাকে কার্যকর করার জন্য গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি)-এর দ্বিতীয় সম্মেলন উদ্বোধনের সময় এ কথা বলেন। সম্মেলন ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারী বাংলাদেশের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন করীর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক মিজ সাহিন আহমেদ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর