মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টারের কার্যক্রম শুরু

ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ গতকাল থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টার অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ মে সেন্টারটি উদ্বোধন করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের তত্ত্বাবধানে এবং অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান ও ডিজিএমএস মেজর জেনারেল এস এম মোতাহার হোসেনের সহাযোগিতায় সেন্টারটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশের ব্লাড ক্যান্সার চিকিৎসায় নুতন দিগন্ত উন্মোচিত হয়েছে।  ভারতের টাটা মেডিকেল সেন্টার, কলকাতার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন টিমের অন্যান্য সদস্যের মধ্যে ডা. সৌরভ জয়ন্ত ভাবে সিনিয়র কনসালটেন্ট, মিতা রায় চৌধুরী হেড সিস্টার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, বিপ্লব কুণ্ডু ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং কৃষ্ণা সামান্থা হাউজ কিপিং হেড সিএমএইচ বিএমটি সেন্টারে অপারেশন্স কার্যক্রমে অংশ নেন। সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান গতকাল প্রেস ব্রিফিংয়ে বিএমটি সেন্টার সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর