বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামালপুরে জনপ্রতিনিধিরা জেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়নে পরিবর্তন চান

জামালপুর প্রতিনিধি

বিতর্কিত ‘রাজাকারপুত্র’ অ্যাডভোকেট জাহিদ আনোয়ারকে বাদ দিয়ে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে নতুন কাউকে মনোনয়ন দিতে আওয়ামী লীগের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল স্থানীয় একটি কোল্ড স্টোরেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। এ নির্বাচনের ভোটার জনপ্রতিনিধিরা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ-সংগঠনের একক প্রার্থী ফারুক আহমেদ চৌধুরী সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকেন। অথচ তাকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি। পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে দল ও কর্মিবিচ্ছিন্ন অ্যাডভোকেট জাহিদ আনোয়ারকে। এই অ্যাডভোকেট জাহিদ আনোয়ার একজন রাজাকারপুত্র ও সুযোগসন্ধানী। দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা তাকে কোনোভাবেই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মেনে নেবেন না।’ এ অবস্থায় তার মনোনয়ন বাতিল করে ফারুক আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দলীয় সভানেত্রী বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা করেন উপস্থিত জনপ্রতিনিধিরা।

মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র শাহানশাহ, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবির, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, আশরাফ হোসেন তরফদার, ছানোয়ার হোসেন বাদশাসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনে ৯৭৯ জন ভোটারের মধ্যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার মিলিয়ে ৯০০ জন ভোটার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর