শিরোনাম
বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চকলেটের প্যাকেটে সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে চকলেটের প্যাকেট থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে কুয়ালালামপুর ফেরত দুই যাত্রীর ৮টি ব্যাগ থেকে ১৮৭টি সোনার চেইন, তিনটি রিং, একটি নূপুরসহ মোট ৫৯৬ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করে ঢাকা কাস্টমস হাউস। ওই দুই যাত্রীর নাম মুজিবুর রহমান মোল্লা ও নুর আলম। তারা মালয়েশিয়ায় চাকরি করতেন বলে জানা গেছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ব্যাগে প্রায় ৪ কেজি ওজনের চকলেটের প্যাকেট ছিল। সন্দেহ হওয়ায় সেগুলো স্ক্যানিংয়ে দেওয়া হয়। সেখানেই সোনার অস্তিত্ব পাওয়া যায়। চকলেটের প্যাকেটের ভিতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় চারটি সোনার চেইন। পরে ব্যাগে থাকা গুঁড়াদুধ এবং চিপসের প্যাকেটেও তল্লাশি চালানো হয়। চিপসের প্যাকেটের ভিতর সাদা কাগজ আর স্কচটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকটি সোনার চেইন, নূপুর আর রিং।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, সকালে কুয়ালালামপুর থেকে বিজি-৮৭ ফ্লাইটে আসেন ওই দুই যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর