শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিবন্ধীদের স্মার্টকার্ড দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যেই প্রতিবন্ধীদের আলাদা স্মার্টকার্ড দেওয়া হবে। আগামী বছর এ কার্ড তৈরির কাজ শুরু হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগামীকাল মিরপুরে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজসেবা অধিদফতর সারা দেশে জরিপ চালিয়ে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধী শনাক্ত করেছে। তাদের শক্তিশালী একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এসব প্রতিবন্ধীর সব ধরনের তথ্য ডাটাবেজে পাওয়া যাবে। ২০১৭ সালে আলাদা স্মার্টকার্ড তৈরি শুরু হবে এবং ২০১৮ সালের মধ্যেই এ কার্ড দিতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৯ সালের গঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী মানুষের জন্য একটি আলাদা প্লাটফরম তৈরি। প্রতিবন্ধী শিশু থেকে বৃদ্ধ— সবাইকে রাষ্ট্রীয় সুরক্ষাব্যবস্থার আওতায় আনতে জীবনচক্রভিত্তিক কর্মপরিকল্পনার কাজ এগিয়ে চলেছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিল্লার রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর