রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ করার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেশনজটের কারণে পড়ালেখা শেষ করতেই শিক্ষার্থীদের ২৬-২৭ বছর লেগে যায়। বর্তমানে এ দেশের মানুষের গড় আয়ু ৫০ থেকে বেড়ে ৭১ বছর হয়েছে। কিন্তু সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়েনি। তাই সার্বিক বিষয় বিবেচনা করে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা সময়ের দাবি। মানববন্ধনে বক্তব্য দেন, রাবির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, রাবি সাধারণ ছাত্র পরিষদের সভাপতি এলিন সাইদ-উর-রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশররফ হোসেন, লাকি প্রমুখ।

সর্বশেষ খবর