রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শুরু হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শুরু হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ স্লোগানে শুরু হয়েছে আট দিনের ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। গতকাল গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবের উদ্বোধন করেন। প্রথম দিনে প্রদর্শিত হয় রাশিয়ার চলচ্চিত্র ‘আই ক্লোজ মাই আইজ’, যুক্তরাষ্ট্রের ‘বব ডিলান হেটস মি’, জার্মানির ‘ইটারনিটি’ ও ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য বার্ড’ এবং কানাডার ‘মাই এনিমি মাই ব্রাদার’। আজ দ্বিতীয় দিন প্রদর্শন হবে ৭০টির মতো চলচ্চিত্র। উৎসবের ভেন্যু ৬টি। এগুলো হলো জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন।

অনন্যা সাহিত্য পুরস্কার : গবেষণা ও প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদান রাখায় ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেয়েছেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর