রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হজের প্রাক-নিবন্ধন ২০ ডিসেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম। চলবে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে নির্ধারিত কোটা ১ লাখ ২৭ হাজার হজযাত্রীর প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ার পরই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে এসব তথ্য। ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। বলেছেন, আজ এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ২০ ডিসেম্বর সচিবালয়ের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এর আগে হজ এজেন্সিজ মালিকদের সঙ্গে হজ অফিসের চুক্তি সম্পন্ন করা হবে। চুক্তি সম্পন্নের পর প্রতিটি হজ এজেন্সিকে একটি করে ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডিপ্রাপ্ত এজেন্সিগুলো তাদের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীরা ৩০ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে অনলাইনে প্রাক-নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর সংশ্লিষ্ট হজযাত্রীকে একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে। প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বের হজযাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এর কম বয়সীরা জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। ওই কর্মকর্তা আরও জানান, ২০১৬ সালে হজ পালনের জন্য ১ লাখ ৩৮ হাজার বাংলাদেশি প্রাক-নিবন্ধন করেন। সরকারি বিভিন্ন টিমের সদস্য ও প্রাক-নিবন্ধিত হজযাত্রী মিলিয়ে ২০১৬ সালে ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজ পালন করতে সৌদি আরব যান। নিবন্ধন করেও গত বছর ৩৬ হাজারের বেশি হজযাত্রী যেতে পারেননি। নিবন্ধন করেও গত বছর যারা সৌদি আরব যেতে পারেননি, তাদের ২০১৭ সালে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের সুযোগ দেওয়ার পরই অন্যরা আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রাক-নিবন্ধন করে হজ পালনের সুযোগ পাবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী ২০১৭ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশির হজ পালনের কোটা রয়েছে। কিন্তু হেরেম শরিফের সংস্কার কাজ চলায় প্রাপ্ত কোটা থেকে বিশ্বের সব দেশকে শতকরা ২০ শতাংশ হজযাত্রী কম পাঠাতে হয়। ২০১৭ সালে বাংলাদেশের প্রাপ্ত কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার জনকে হজ পালনের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে সৌদি সরকারকে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২০১৭ সালে হজ পালনের বিষয়ে রাজকীয় সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হজচুক্তি সম্পন্ন করতে ১ ফেব্রুয়ারি ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ সরকারের প্রস্তাবে সৌদি সরকার রাজি হলে ২০১৭ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

সর্বশেষ খবর