রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ

তোফায়েল

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছর পূর্তি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আমরা বিশ্বাস করি এই সুবর্ণজয়ন্তীতেই বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল দুপুরে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। পুলিশকে খারাপের অবসান ঘটাতে হবে।  এ সমাবেশে জেলার সাত উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভোলা জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।

 বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বরিশালের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর