সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রংপুর বিভাগীয় ক্যাবল অপারেটর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ক্যাবল টিভি নেটওয়ার্ক খাতকে শিল্প হিসেবে ঘোষণা ও অবিলম্বে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন দাবি করেছেন ক্যাবল অপারেটররা। গতকাল রংপুর স্টেডিয়ামের জিমনেশিয়ামে ক্যবল টিভি ব্যবসায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক রংপুর বিভাগীয় ক্যাবল অপারেটর সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে বক্তারা কোয়াবের নির্বাচন না হওয়া পর্যন্ত টিভি চ্যানেল ও বিটিভি কর্তৃপক্ষ ক্যাবল অপারেটর এবং ফিড অপারেটরের নতুন নিবন্ধন বন্ধ, ক্যাবল অপারেটর ও ফিড অপারেটর নিবন্ধন ফি কমানো এবং ক্যাবল অপারেটরদের স্বল্পসুদে ঋণ প্রদানের দাবি জানানো হয়। রংপুর বিভাগীয় ক্যাবল অপারেটর সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ, সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, অতিরিক্ত মহাসচিব দীন ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি শাহাদাত আলম মুকুল, সানোয়ার হোসেন দিপু, মাহমুদুন্নবী পলাশ, মো. সেলিম, রবাতুল কবীর খান প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে ক্যাবল টিভি ব্যবসা সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার এবং বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সহযোগিতা জরুরি। সমাবেশে রংপুরের আট জেলার ক্যাবল অপারেটররা অংশ নেন।

সর্বশেষ খবর