সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খালেদার আনলাকি থার্টিন প্রস্তাব অগণতান্ত্রিক

——————— ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আনলাকি থার্টিন প্রস্তাব অগণতান্ত্রিক।গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ মণির জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন প্রমুখ। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ মণি লেখাপড়া করার সময় থেকেই সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আন্দোলন, সংগ্রাম, মিথ্যা মামলায় গ্রেফতার, জেল-জুলুম ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তিনি একজন আদর্শ নিষ্ঠাবান রাজনীতিবিদ সংগঠক, সুবক্তা, সুলেখক। তিনি সম্পাদকীয় ছাড়াও স্বনামে-বেনামে, উপ-সম্পাদকীয় ও প্রবন্ধ লিখতেন। তার নিজ সম্পাদনায় বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, সিনেমা পত্রিকা প্রকাশ করেন। দৈনিক ইত্তেফাক ও দি পিপলস পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। স্বাধীনতাযুদ্ধে মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডারের একজন ছিলেন। তিনি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ে গঠিত পূর্বাঞ্চল সেক্টরের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ খবর