সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাবেক এমপি রনির তিন মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে মানহানির অভিযোগে করা তিন মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একটি আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, আদালত ছয় মাসের জন্য এই তিন মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করেছে। রুলে একই অভিযোগে তিনটি মানহানি মামলা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। তিন মামলার বাদীসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ২৫ অক্টোবর এই তিন মামলায় আগাম জামিন নেন সাংবাদিক, কলামিস্ট রনি।

৩০ সেপ্টেম্বর ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে গোলাম মাওলা রনির একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধে আইনজীবীদের মানহানি করার অভিযোগ তুলে ঢাকা, রাজশাহী ও সিলেট বারের তিন আইনজীবী মানহানি মামলা করেন। মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকেও অভিযুক্ত করা হয়।

সর্বশেষ খবর