সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠন করা না হলে জানুয়ারি মাসে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে নবম ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথভাবে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম, মধুসূদন মণ্ডল, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, শুধু বেতন বৃদ্ধি নয়, গণমাধ্যম ও সংবাদপত্র শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠন করা না হলে জানুয়ারি মাসে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।

সর্বশেষ খবর