সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘গণিতভীতি দূর করতে প্রয়োজন সুপ্রশিক্ষিত শিক্ষক’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, গণিত শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণ প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাই গণিত ভয় পায়। এই গণিতভীতি দূর করতে পারে একমাত্র সুপ্রশিক্ষিত শিক্ষকরাই। গতকাল জাতীয় প্রেসক্লাবে ই-ম্যাথ ফাউন্ডেশন আয়োজিত গণিত সৃজনশীল প্রশ্ন বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে গবেষক কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিবির সদস্য প্রফেসর ড. আবদুল মান্নান, প্রফেসর ড. আবদুল আলীম, প্রফেসর ড. রেজাউল করিম, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর