মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ন্যাশনাল ডিফেন্স কলেজে সন্ত্রাস প্রতিরোধ সেমিনার

ঢাকার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) গতকাল ‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নূর উদ্দিন খান (অব.) প্রধান অতিথি এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ফারুক সোবহান বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস)-এর ডিজি মেজর জেনারেল কে এম আবদুর রহমানের সঞ্চালনায় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদী সকালে সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে ১২টি দেশের ২৬ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ এনডিসি কোর্সের ৭৮ জন এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর