মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রবিবার কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ খালিদ আল-জারাহ আল-সাবাহ ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাসদস্যের দক্ষতা, উঁচুমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, একক দেশ হিসেবে বর্তমানে কুয়েতেই সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি সেনা মোতায়েন রয়েছে। সফরকালে সেনাপ্রধান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ খালিদ আল-হামাদ আল-সাবাহ এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি কুয়েতের মিলিটারি কলেজসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।  আইএসপিআর।

গত শনিবার ৪ দিনের সরকারি সফরে বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। উক্ত প্রতিনিধি দলটি কুয়েত সফর শেষে ৬-৯ ডিসেম্বর কাতার সফর করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর