বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ট্রাস্ট দুর্নীতি মামলা

আবারও সাক্ষ্য চাইলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নেওয়া ৩২ জনের সাক্ষ্য পুনরায় গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবীরা গতকাল এ আবেদন করেন। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলাটির বিচারিক কার্যক্রম চলছে। খালেদার আইনজীবী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সাক্ষ্য নেওয়ার আগে সাক্ষীদের শপথ নিতে হয়। কিন্তু এই মামলায় যথাযথভাবে সাক্ষীদের শপথ করানো হয়নি। তাই ৩২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাতিল করে পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন করা হয়। কিন্তু ১ ডিসেম্বর আদালত সে আবেদন খারিজ করায় হাইকোর্টে রিভিশন দায়ের করা হয়েছে। এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে পুনরায় জেরা করতে বিএনপি চেয়ারপারসনের আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। মামলার বিবরণী থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুদক।

সর্বশেষ খবর