বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই আগুনে একে একে ঝরল পাঁচ প্রাণ

প্রতিদিন ডেস্ক

চার সহকর্মীর পথ অনুসরণ করলেন অগ্নিদগ্ধ মেহেরা খাতুনও; মারা গেছেন আশুলিয়ার লাইটার কারখানার এই শ্রমিক। ২২ নভেম্বর ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ নারী কর্মী দগ্ধ হন। তাদের ২০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এরপর কয়েক দিনের ব্যবধানে মারা যান আঁখি, রকি, মাহমুদা ও সখিনা। খবর বিডিনিউজের। ৩২ বছর বয়সী মেহেরা দেহের ৪০ ভাগ জুড়ে আগুনের ক্ষত নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু ঘটে বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন। তিনি বলেন, ‘এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো। আরও ১২ জন এখনো চিকিৎসাধীন।’

দগ্ধ শিশু সজীব বাঁচল না : পাঁচ দিন আগে পুরান ঢাকার হাজারীবাগে একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার শিশুর একজন সজীব মারা গেছে। দেহের ৬১ শতাংশে আগুনের ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল ১৩ বছরের শিশুটি। গত সন্ধ্যায় সজীব মারা যায় বলে বার্ন ইউনিটের চিকিৎসক জানিয়েছেন।

সর্বশেষ খবর