বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। সব অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। গতকাল দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন, যেখানে ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের জানাবেন। কাউকে ছাড় দেওয়া হবে না।

বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর