বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশ আন্তরিকতার সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলা তদন্ত করে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলা তদন্ত করে থাকে। দেশের বিভিন্ন থানায় নারীবান্ধব হেল্প ডেক্স চালু করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে বাংলাদেশ পুলিশের জন্য প্রণীত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি)-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম ও মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও মো. হুমায়ুন কবির, ইউএনএফপিএ’র অফিসার ইনচার্জ আইওরি কাতো, ইউএনউইমেন, আইএলও, অ্যাকশন এইড, প্লান বাংলাদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউএনএফপির সহযোগিতায় ১৫টি থানায় নারীবান্ধব ডেস্ক চালু আছে। এসব ডেস্কে কর্মরত প্রশিক্ষিত নারী পুলিশ কর্মকর্তারা নির্যাতিত নারী ও শিশুদের সহায়তা দিয়ে থাকেন।

সর্বশেষ খবর