বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে রূপালী ব্যাংকের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনে গত ৫ ডিসেম্বর প্রকাশিত ‘ভুতুড়ে ব্যক্তির নামে রূপালী ব্যাংকের ১০ কোটি টাকা ঋণ’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাখ্যায় বলা হয়েছে, আবু নাজিম পোলট্রি নামে প্রতিষ্ঠানের বিপরীতে ১০ কোটি টাকা ঋণ পাস হলেও দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। এই প্রকল্পে ডিএমডি দেবাশিষ চক্রবর্তী কোনো সুপারিশ করেননি। প্রকল্পের জালিয়াতির বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই থানায় এফআইআর করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদকের বক্তব্য : যথাযথ তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। প্রতিবেদনের কোনো তথ্যের বিরোধিতা করেনি রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর