বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নৌসচিব পর্যায়ে বৈঠক

পায়রায় দুটি কনটেইনার টার্মিনাল করতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

ভারতের দুটি কোম্পানি পায়রা বন্দরের মাল্টিপারপাস কনটেইনার টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গতকাল ঢাকায় বাংলাদেশ-ভারতের নৌসচিব পর্যায়ে বৈঠকে ভারতের নৌসচিব এ আগ্রহের কথা জানান। পায়রা বন্দরে মাল্টিপারপাস কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং মংলা ও চট্টগ্রাম বন্দর   ব্যবহারসহ চারটি বিষয় চূড়ান্ত করতে এ বৈঠক হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের নৌসচিব রাজীব কুমার।

ভারতের নৌসচিব রাজীব কুমার সাংবাদিকদের জানান, ভারতের দুটি কোম্পানি পায়রা বন্দরের মাল্টিপারপাস কনটেইনার টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় জানান, পায়রা বন্দরের ১৯ কম্পোনেন্টে ১২৫ দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের বহু দেশ উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর