শিরোনাম
শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাবি শিক্ষক সমিতিতে সংখ্যাগরিষ্ঠ আওয়ামীপন্থিরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে  আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের প্যানেল নীল দল। বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের প্যানেল সাদা দল এবং বামপন্থি শিক্ষকদের প্যানেল গোলাপি দলের ভরাডুবি হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের মোট ১৫টি পদের সবগুলোতেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং মাস্টার্দা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল (৮৯০ ভোট)। এর আগে তিনি তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন অনুষদের অধ্যাপক মো. রহমত উল্লাহ (৭৩২ ভোট)। নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুস ছামাদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সদস্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. আফতাব আলী শেখ, অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া, অধ্যাপক মাহবুবা নাসরীন, সহযোগী অধ্যাপক লাফিফা জামাল, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক বিমান চন্দ্র বডুয়া, অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক মো. বায়তুল্লাহ কাদেরী এবং অধ্যাপক এস এম আবদুর রহমান।

সর্বশেষ খবর