রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা নির্মূল বন্ধে পদক্ষেপ নিতে হবে

—এম এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেছেন, মিয়ানমার একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে আর বিশ্বসম্প্রদায় তা তাকিয়ে দেখছে, যা অত্যন্ত দুঃখজনক। রোহিঙ্গা নির্মূল অভিযান বন্ধে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সংগঠনের কলাবাগান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল বলেন, মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বর আক্রমণে সাধারণ রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুরা নির্মমভাবে নিহত হচ্ছে। রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পালিয়েও প্রাণ বাঁচাতে পারছেন না রোহিঙ্গারা। নাফ নদে পলায়নপর রোহিঙ্গাদের নৌকা ডুবিয়ে দেওয়া হচ্ছে। রোহিঙ্গা মুসলমানরা মানবেতন জীবনযাপন করছেন। সেখানে ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর