শিরোনাম
রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংলাপ প্রয়োজন : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে সব দলের জাতীয় সংলাপে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রূপরেখা দিয়েছেন তার আলোকে নির্বাচন কমিশন গঠন করলে আগামীতে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে না পারাটা লজ্জাজনক। নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন শীর্ষক শনিবার দুপুরে ফরিদপুরে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব কথা বলেন শামা ওবায়েদ। স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. আলী আকবর হাওলাদার।

 অংশ নেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ বি এম আবদুস সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিউল আলম, প্রবীণ সাংবাদিক আহমেদ ফিরোজ, বিশিষ্ট চিকিৎসক ডা. ফারুকুজ্জামান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, চেম্বারের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর