মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নামতে গিয়ে আহত শতাধিক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

শ্রমিক ও স্থানীয়রা জানান, সিটি করপোরেশনের দক্ষিণ সালনার বিকন নিটওয়্যার কারখানায় শ্রমিকরা প্রতিদিনের মতো গতকাল কাজ করছিল। সকাল পৌণে ৯টার দিকে নয়তলা বিশিষ্ট কারখানা ভবনের দ্বিতীয় তলায় শর্টসার্কিট হয়ে বিকট শব্দসহ স্পার্কিং হয়। স্পার্কিংয়ের কারণে আলোর ঝলকানি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় কারখানায় আগুন লেগেছে ভেবে কারাখানার ফায়ার সাইরেন বাজানো হয়। এতে আতঙ্কিত শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এ সময়  হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ও লাফিয়ে নিচে পড়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ৫২ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় মায়া (৩০),  মৌসুমি (২৫), নিলুফা (২৫) ও রমিছা (২০) সহ ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আহত শরমিলা (২২), রেখা (৩৫) সাজনীন (৩০), পপি (২৫), নূর জাহান (৩৪), সামসুন নাহার (৩১), জরিনা (৩০) ও মোমেনা (৩৭)সহ ১৩ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কাজে অংশ নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে জয়দেবপুর ফায়ার স্টেশন সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে বিদ্যুতের লাইনে স্পার্কিয়ের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর