শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে

আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এরপর ওই অর্থ দেশের কল্যাণে ব্যয় করা হবে। গতকাল তেজগাঁওয়ে নিবন্ধন পরিদফতরাধীন রেজিস্ট্রেশন কমপ্লেক্সের হেলপ ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইনের মাধ্যমেই জামায়াতে ইসলামী ও তার দোসরদের বিচার করা হবে। যুদ্ধাপরাধীরা সঠিক পথে সম্পত্তি আহরণ করেননি। তাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইন প্রণয়ন করা হবে। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দেশের কল্যাণে কাজে লাগানো হবে।

বকেয়া পাওনার দাবিতে ‘কলম বিরতিতে’ থাকা নকলনবিসদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনারা কলম বিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করুন। আপনাদের বকেয়া পরিশোধের ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে এবং বকেয়া পরিশোধের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আগামীতে আপনাদের প্রতি মাসের পাওনা যাতে প্রতি মাসে পান সে চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর