শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অমিত হত্যা মামলার রায়

দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্লবীর বাসিন্দা ও ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র অমিত সাহাকে হত্যার দায়ে তার দুই বন্ধুকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আশফাক আহমেদ শিহাব ও আল আমিন ইসলাম পিণ্টু। এছাড়া  রুহুল আমিন রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড, পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায় শুনে বাদী শ্যামল সাহা সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় দ্রুত কার্যকর করা হোক।

প্রসঙ্গত, ২০১২ সালের ২১ নভেম্বর পল্লবীর এক বাসায় খুন হন ২০ বছর বয়সী অমিত। পরে হত্যাকারীরা তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে বাসা থেকে ল্যাপটপ, ট্যাপ, সোনার গহনাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

সর্বশেষ খবর