শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় যোদ্ধাদের সাক্ষাৎ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯ জন বীর যোদ্ধা লে. জেনারেল জি এস সিহোটার (অব.) নেতৃত্বে বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দফতরে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় সেনাপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাদের অবদান অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের ৫৯ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল মহান বিজয় দিবস উপলক্ষে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় এসেছে।

ক্যাডেট কোর দলের সাক্ষাৎ : বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে নেপাল ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) মহাপরিচালক মেজর জেনারেল রামিন্দ্র ছেত্রির নেতৃত্বে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির আটজন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট সৌজন্য সাক্ষাৎ করেছেন। সূত্র : আইএসপিআর।

সর্বশেষ খবর