শিরোনাম
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বপ্ন বাস্তবায়নে ঐকমত্য দরকার : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। যা আমাদের দেশে দীর্ঘকাল ধরে উপেক্ষিত। গতকাল রাজধানীর পোস্তগোলায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামপুর-কদমতলী থানা জাপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম সরকার প্রমুখ। বাবলা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল—ক্ষুধামুক্ত, বৈষম্যমুক্ত, শোষণহীন, সাম্য-মৈত্রী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ খবর