সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

নড়াইলের তিনজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের আবদুল ওহাব, ওমর আলী শেখ ও খন্দকার বাবুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। ১৫ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি সো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। তিন সদস্যের ট্রাইব্যুনালে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। আদালতে শুনানি করেন প্রসিকিউশন সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। প্রসিকিউশন মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত প্রতিবেদনের জন্য তিন মাস সময়ের আবেদন করে। ট্রাইব্যুনাল ১৫ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেছে। এ মামলায় তিন আসামির মধ্যে আবদুল ওহাব ও ওমর আলী শেখ গ্রেফতার। অন্য আসামি পলাতক। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর