সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজ বলতে কোনো শব্দ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া তরুণদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিখোঁজ বলে কোনো শব্দ নেই। যারা ফিরে আসছে না, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারে। তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গতকাল সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অগ্নিনির্বাপণে অনন্য অবদানের জন্য ২০ জনকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, সতর্কতাই আগুন থেকে নিরাপদ রাখার উপায়। আগুনের প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেক কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে। অনেকগুলোর এখনো তদন্ত চলছে। এ কারণে সেগুলো আলোর মুখ দেখেনি। তবে কোনোটিই যে আলোর মুখ দেখে না, তা বলা ঠিক নয়।

সর্বশেষ খবর