সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অভিবাসীদের স্বার্থ রক্ষায় বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন : ড. মসিউর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, প্রবাসী অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবাসীদের পরিবারের দুর্দশায় সবাইকে পাশে দাঁড়ানো উচিত। এজন্য ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের সহযোগিতায় সিএসআর কার্যক্রম সম্পৃক্ত করতে হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মসিউর রহমান বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভিবাসন খাত নারীর ক্ষমতায়নে অবদান রাখছে। প্রবাসীদের আয় নিয়ে সমীক্ষায় দেখা গেছে, প্রবাসীদের পাঠানো টাকা বিভিন্নভাবে খরচ হয়ে যায়। তাই এ খাতে সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। বিদেশে যেতে আগের তুলনায় এখন খরচ কমেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণদান কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ২০১৬ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রায় ৮৪২ মিলিয়ন টাকা ঋণ প্রদান করেছে। প্রবাসীদের জন্য সরকারের দায়িত্ব রয়েছে। তবে অভিবাসন খাতে শ্রমিকদের উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীকরণে অভিবাসীদের অবদান শীর্ষক বিতর্কে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, বায়রার সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকসহ জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ খবর